BY- Aajtak Bangla

পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এই ৫ গ্রহাণু

11 SEPTEMBER, 2023

পৃথিবীর চারপাশে ১৬ হাজার গ্রহাণু আছে। এর মধ্যে ২ হাজার গ্রহাণু সম্ভাব্য বিপজ্জনক বলে মনে করা হয়।

এই গ্রহাণুগুলি যে কোনও সময় পৃথিবীতে আঘাত হানতে পারে।  

পৃথিবী গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা খুবই বিরল। কিন্তু এটি পুরোপুরি অস্বীকারও করা যায় না।

১০ সেপ্টেম্বর ৫ টি গ্রহাণু পৃথিবীর নিকট দিয়ে গিয়েছে। 2023 RP2 নামের এই গ্রহাণু ৪১ ফিটের ছিল। 

দ্বিতীয় গ্রহাণুর নাম 2023 QE8, যার আকার ১৮০ ফিট। এই গ্রহাণুটি একটি বিমানের মতো বড় বলে জানা গিয়েছে। 

2023 QF6 নামের এক গ্রহাণু গতকাল পৃথিবীর ১৬.৫ লক্ষ কি.মি নিকট দিয়ে গিয়েছে।

আরও একটি গ্রহাণু পৃথিবী থেকে ৩৩.৭ লক্ষ কিলোমিটার দূর দিয়ে গিয়েছে। এই গ্রহাণুর নাম 2023 RJ। ১৩০ ফিটের ছিল এই গ্রহাণু। 

পঞ্চম গ্রহাণু 2023 RB1, সেটিও পৃথিবীর খুব কাছ দিয়ে গিয়েছে। এই গ্রহাণুটি ৫৩ ফিটের। 

গ্হাণুগুলির পৃথিবী থেকে দূরত্ব অনেক বলে মনে হতে পারে। কিন্তু মহাজাগতিক স্কেলে এগুলি যথেষ্ট নিকটস্থ বলে মনে করা হয়।