31 AUG, 2023
BY- Aajtak Bangla
OCCRP রিপোর্টে অভিযোগ করা হয়েছে,মরিশাসে থাকা তহবিলের মাধ্যমে আদানি গোষ্ঠীতে অস্বচ্ছভাবে লেনদেন করা হয়েছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চও তাদের রিপোর্টে এই একই ধরণের দাবি তুলেছিল।
OCCRP-র দাবি, এই বিদেশি ফান্ডগুলি আদতে আদানি পরিবারের ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে জড়িত।
OCCRP হল হল ইনভেস্টিগেটিভ সাংবাদিকদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এই গ্রুপের মূল উদ্দেশ্য হল বিভিন্ন বড় দুর্নীতি ফাঁস করা।
এটি জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন (OSF) এবং রকফেলার ব্রাদার্স ফান্ডের মতো সংস্থার দ্বারা ফান্ডেড। এক্ষেত্রে লক্ষ্যণী, এই ধনকুবের জর্জ সোরোসই এর আগে হিন্ডেনবার্গ রিপোর্টের সপক্ষে সরব হয়েছিলেন।
আদানি গ্রুপ অবিলম্বে OCCRP-এর অভিযোগকে প্রত্যাখ্যান করেছে। তারা রিপোর্টটিকে জর্জ সোরোসের স্বার্থে চালিত হিসাবে উল্লেখ করেছে।
আদানি গোষ্ঠীর মতে, এর আগের 'ভিত্তিহীন' হিন্ডেনবার্গ রিপোর্টকে নতুন করে জাগিয়ে তুলতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি তারা জানিয়েছে, এই রিপোর্টের 'টাইমিং'ও সন্দেহজনক, উদ্দেশ্যপ্রণোদিত।
রিপোর্ট প্রকাশের পরেই প্রভাব পড়তে শুরু করেছে শেয়ারে। গোষ্ঠীর ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৩ শতাংশ কমেছে।
আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার সহ আদানি গ্রুপের অন্যান্য কোম্পানির শেয়ারও ১% থেকে ৫% হ্রাস পেয়েছে।