৫০০০ কোটি টাকা! এটাই অনিল আম্বানির প্রাসাদ

5 May, 2023

মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির ব্যবসায় মন্দা হলেও লাইফস্টাইলে একবিন্দুও মন্দা আসেনি।

মুম্বইয়ে অনিল আম্বানির বাড়ি, নাম অ্যাবোড, দেশের সবচেয়ে দামী বাড়ির মধ্যে একটি। রাজপ্রাসাদও বলা যায়।

অ্যাবোড নামের এই বাড়ির আনুমানিক দাম ৫ হাজার কোটি টাকা। প্রতিটি ফ্লোর প্রাচীন রাজপ্রাসাদের মতো তৈরি।

মুম্বইয়ের পালি হিল অনিল আম্বানির প্রাসাদটি ১৭ তলার। ১৬ হাজার বর্গফুটের।

বাইরে থেকে যত সুন্দর দেখতে, বাড়ির ভিতরও ততটাই প্রাসাদোপম। চোখ ধাঁধানো বললেও অত্যুক্তি হয় না। 

এই বাড়িতে অনিল আম্বানি, স্ত্রী টিনা আম্বানি ও দুই ছেলে জয় আনমোল ও জয় অংশুল, পুত্রবধূ কৃশা শাহ থাকেন। গোটা বাড়িতেই সেভেন স্টার হোটেলের সুবিধা রয়েছে। 

অ্যাবোডের ছাদে রয়েছে হেলিপ্যাড। এছাড়া জিম, স্পা, স্যুইমিং পুল সহ তামাম সুবিধা। 

ব্যালকনি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়া বিশাল বাগানও রয়েছে ব্যালকনিতে। 

একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন অনিল আম্বানি। কিন্তু বর্তমানে রিলায়েন্স ক্যাপিটাল বিক্রি করে দেওয়ার অবস্থায় দাঁড়িয়েছে। 

১৯৫৮ সালে ধিরুভাই আম্বানি রিলায়েন্স প্লে যাত্রা শুরু করেন। তিনি মারা যান ২০০২ সালে। তার বাবা দুই ভাই মুকেশ ও অনিল আম্বার মধ্যে।

ভাগের পর বড় ভাই মুকেশ আম্বানি পেট্রোকেম, টেক্সটাইল এবং রিফাইনার ব্যবসার মূল। ছোটভাই অনিল পেয়েছিলেন টেলিকম, ফিনান্স ও এনার্জির ব্যবসা।