ভিক্ষা করে ৪৫ দিনে ২.৫ লাখ টাকা আয় মহিলার!

14 February 2024

BY- Aajtak Bangla

ইন্দোরে ভিক্ষারত এক 'ধনী' মহিলার খোঁজ পেল এক বেসরকারি সংস্থা(NGO)। সংস্থার দাবি, মাত্র ৪৫ দিনে ভিক্ষা করে আড়াই লক্ষ টাকা আয় করেছেন তিনি।

'প্রবেশ সংস্থা'-র সভাপতি রূপালী জৈন জানান, ইন্দোর-উজ্জয়ন সড়কের লব-কুশ মোড়ে আমরা ইন্দিরাকে(৪০) ভিক্ষা করতে দেখেছি। তল্লাশির সময় তার কাছ থেকে নগদ ১৯,২০০ টাকা পাওয়া যায়।

মহিলার ৫ সন্তান রয়েছে। রাজস্থানে তাঁর গ্রামে দু'টি বাচ্চা রয়েছে। অন্যদিকে তিন সন্তানের সঙ্গে তিনি পুরো পরিবার নিয়ে লব কুশ মোড়ে ভিক্ষা করতেন।

নিজে ও ৩ সন্তানকে কাজে লাগিয়ে, ভিক্ষা করেই দিনে ২-৩ হাজার টাকা আয় হত বলে জানিয়েছেন ইন্দিরা। গত ৪৫ দিনে মোট আয় আড়াই লক্ষ টাকা।

মহিলা জানিয়েছেন, এর মধ্যে থেকে এক লক্ষ টাকা তাঁর গ্রামে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। বাকি ৫০ হাজার টাকা তিনি নিজের অ্যাকাউন্টে জমা দেন। সন্তানের নামে ৫০ হাজার টাকার এফডি করেন। বাকি ৫০ হাজার টাকা তিনি নিজের খরচের জন্য রেখেছিলেন।

ইন্দোরে এমন প্রায় ১৫০ জন পেশাদার ভিখারি রয়েছেন। তাঁদের অনেকের গ্রামে জমি এবং দোতলা বাড়িও রয়েছে।

মহিলার স্বামী একটি মোটরসাইকেলও কিনেছেন। ভিক্ষা করার পর ইন্দিরা তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শহরে ঘুরে বেড়ান।

'প্রবেশ সংস্থা'র অভিযোগের ভিত্তিতে, পুলিশ শিশুদের CWC-র কাছে হস্তান্তর করেছে। মহিলাকে জেলে পাঠানো হয়েছে। পরিবারের বাকি সদস্যরা পালিয়ে যায়।

বনগঙ্গা থানার এসআই ঈশ্বরচন্দ্র রাঠোঢ় জানান, সন্তানদের নিয়ে ভিক্ষা করার প্রতিবাদ করলে ইন্দিরা রেগে যান।

পুলিশ অফিসার বলেন, বিবাদের পরে, মহিলাকে সিআরপিসির ১৫১ নম্বর ধারায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে এসিপি আদালতে হাজির করা হয়। সেখানে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠানো হয়।