22 MARCH 2025

BY- Aajtak Bangla

এই গাছ থেকে লাল রক্ত বেরোয়, উত্তরবঙ্গে রয়েছে

এই বিপুলা পৃথিবীর আমরা কতটুকুই বা জানি! বিশ্বের অজানা রহস্য রয়েছে, যা আজও মানুষ আবিষ্কার করতে পারেনি।

প্রকৃতির বিস্ময়

যেমন ধরুন, গাছের রক্ত। এই বাংলাতেই রয়েছে এমন গাছ, যা থেকে রক্ত বেরোয়।

গাছ থেকে রক্ত

একেবারে লাল রক্ত। বেশি দূরে নয়, উত্তরবঙ্গেই রয়েছে সেই গাছ। গাছের গা থেকে রক্ত বেরোয়।

উত্তরবঙ্গেই রয়েছে

 রক্ত ঝরা গাছ দেখতে আপনাকে যেতে হবে জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে চিলাপাতার জঙ্গলে।

রক্ত ঝরে গাছ থেকে

এই গাছের নাম রামগুয়া গাছ। রামগুয়া গাছ থেকে রক্তের মতো আঠাল পদার্থ নির্গত হয়।

রামগুয়া গাছ

কিন্তু মানুষ বড় নিষ্ঠুর। গাছের রক্ত দেখার জন্য পর্যটকরা দেদার খুঁচিয়ে দেয় গাছের কান্ডে।

মানুষ খুব নিষ্ঠুর

এই ভাবে রামগুয়া গাছের অস্তিত্ব সঙ্কট তৈরি হচ্ছে। চিলাপাতার জঙ্গলে এখন মাত্র ৬টি গাছ। সেই গাছগুলিও ক্ষতবিক্ষত।

গাছগুলিও ক্ষতবিক্ষত

গাছটির থেকে লাল আঠালো রস বের করে তা পর্যটকদের সামনে তুলে ধরেন ট্যুরিস্ট গাইডরা। ফলে গাছটি ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে।

লাল আঠাল পদার্থ

এই গাছটি অত্যন্ত বিরল ও প্রকৃতির অমূল্য সম্পদ। কিন্তু মানুষের নির্মম অত্যাচারে গাছটির অবস্থা মৃতপ্রায়। 

গাছটি মৃতপ্রায়