21 june, 2023
BY- Aajtak Bangla
সেক্স চেঞ্জ করতে চান বুদ্ধদেবের মেয়ে, কি কারণ?
পুরুষ হতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য
লিঙ্গ পরিবর্তন করে সুচেতনা হতে চাইছেন 'সুচেতন'।
লিঙ্গ পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আইনি পরামর্শও নিতে শুরু করে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে।
সুচেতনার লিঙ্গ পরিবর্তনের ইচ্ছে নিয়ে দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন
আমি সবার কাছে অনুরোধ করব, এই খবরটিকে বিকৃত করবেন না।
এটা আমার নিজের একার লড়াই। একাই লড়তে চাই।
আমি একজন ট্রান্সম্যান। এবং শারীরিক ভাবেও সেটাই হতে চাই এবার।
জানানো হয়েছে, সুচেতনার বাবা বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ দিন ধরেই অসুস্থ।
বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের পেসমেকার বসেছে।
Related Stories
অবাক কাণ্ড! পৃথিবীর এই দেশে এখনও চলছে ২০১৭ সাল
দ্রুত চুল গজায়, পায় না খিদে, মান সরোবর যাত্রার রহস্য জানেন?
তৃতীয় সিঁড়িতে পা দিলেই সর্বনাশ! পুরীর জগন্নাথ মন্দিরের ১০ রহস্য জানুন
তাজমহলের আশপাশে ভর্তি তুলসী গাছ, কেন জানেন?