চাঁদে মানুষ পাকাপাকি থাকলে সেটা কেমন হবে? জানাল AI

27 Aug 2023

Aajtak.in

BY- Aajtak Bangla

চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩। ঐতিহাসিক এই মুহূর্তের পর মানুষের মনে নানা প্রশ্ন। তার মধ্যে অন্যতম হল চাঁদে মানুষের বসতি স্থাপন করা যাবে কিনা।

চাঁদে মানুষ থাকতে পারবে?

ChatGPT বলছে, চাঁদে বসবাসের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে। সেগুলি কী?

বাসযোগ্য করে তুলতে হবে

পৃথিবীতে অক্সিজেন রয়েছে, অথচ চাঁদে সেটার অভাব। সেই কারণে চাঁদে উপনিবেশ গড়তে অক্সিজেন, জল ও খাবারের প্রয়োজন।

মানুষের ন্যূনতম প্রয়োজন

স্যুট বা মাস্কের মাধ্যমে সাময়িকভাবে অক্সিজেনের অভাব পূরণ হবে। সর্বক্ষণের জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে।  তাছাড়া স্পেস শাটেলে খাবার সরবরাহ করতে হবে।

এভাবেই চাহিদা পূরণ হবে

বিদ্যুত সরবরাহ সহজতর। সোলার প্যানেলের মাধ্যমে সৌর সরবরাহের ব্যবস্থা করতে হবে। তবে চাঁদের ১৪ দিন অন্ধকার। সেই সময়ে শক্তি সঞ্চয় করে রাখার ব্যবস্থা করতে হবে।

বিদ্যুৎ প্রয়োজন 

চাঁদে উপনিবেশ গড়তে কমিউনিকেশন ব্যবস্থার প্রয়োজন। এই জন্য চাঁদে একটি শক্তিশালী কমিউনিকেশন পরিকাঠামো তৈরি করতে হবে।  

কমিউনিকেশন সিস্টেম

চাঁদে দীর্ঘ সময় ধরে থাকতে হলে সেখানে চিকিৎসা ব্যবস্থার আয়োজন করতে হবে। 

চিকিৎসা ব্যবস্থাও রাখতে হবে

চাঁদে মানব উপনিবেশ তৈরি হওয়ার পর সেখানেও বর্জ্য তৈরি হবে। এই বর্জ্য পুনর্ব্যবহার করার ব্যবস্থাও করতে হবে। 

রিসাইকেলের ব্যবস্থা করতে হবে

চাঁদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য রোভার ও যানবাহনের প্রয়োজন।  

রোভার এবং যানবাহন