23 August, 2023

BY- Aajtak Bangla

v

চতুর্থ দেশ হিসেবে চাঁদে ভারত, বাকি  ৩ দেশ কারা?

ইতিহাস গড়ল ভারত। চাঁদের মাটিতে সফলভাবে পা রাখল ভারতের চন্দ্রযান। 

চাঁদে বিক্রমের অবতরণ সফল হওয়ার পর খুশির হাওয়া গোটা দেশে।

বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান। গতবারের ব্যর্থতার পর এ দিন এল সাফল্য।

চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখল ভারত।

বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে বিক্রম। 

এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের যান সফলভাবে অবতরণ করেছিল চাঁদের।

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম দেশ হিসেবে পৌঁছল। দিন কয়েক আগে রাশিয়ার লুনা ভেঙে পড়েছিল। 

একাধিক দেশ চাঁদের মাটিতে পৌঁছনোর চেষ্টা করেছিল। এর মধ্যে ছিল ইজরায়েলও। তারাও পারেনি।