14 JULY, 2023
BY- Aajtak Bangla
শুক্রবার ১৪ জুলাই দুপুর ২.৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। নির্দিষ্ট সময়ে, চন্দ্রযানের রকেটের প্রথম স্টেজের বুস্টার পৃথক হয়ে যায়।
এরপর l110 তরল জ্বালানির বুস্টারের মাধ্যমে মহাকাশের দিকে উড়তে থাকে চন্দ্রযান-৩। এরপর ১১৪.৮ কিলোমিটার পৌঁছানোর পর চন্দ্রযানের মডিউলের ফেয়ারিং খোলে।
এরপর প্রায় ২০০ কিলোমিটারের কাছাকাছি এসে তৃতীয় স্টেজ চালু হয়ে যায়। ইসরোর কনট্রোল রুমে হাততালি দিয়ে ওঠেন সকলে।
সমস্ত কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার।
প্রথমে প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর তা চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবো এরপর সব ঠিকঠাক থাকলে ল্যান্ডারের ভিতর থেকে রোভার গড়িয়ে নেমে আসবে।
চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সে। সংগ্রহ করবে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্যাদি৷ এতে নেভিগেশন ক্যামেরা এবং একটি সোলার প্যানেল রয়েছে।
এদিন চন্দ্রযান-৩-কে সফলভাবে কক্ষপথে স্থাপনের পর, করতালিতে ফেটে পড়ে ইসরোর কন্ট্রোল রুম। এবার ধীরে ধীরে পৃথিবী থেকে দূরত্ব বাড়াবে চন্দ্রযান-৩।
চাঁদের মাটিতে ল্যান্ডার এবং রোভারটি এক চন্দ্র দিবস (পৃথিবীতে প্রায় ১৪ পৃথিবী দিন) কাজ করবে। এদিকে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে প্রোপালশন মডিউল।
এখনও পর্যন্ত শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন চাঁদের সফলভাবে সফট ল্যান্ডিং করতে পেরেছে। তাদের তুলনায় অনেক কম বাজেটেই যদি ইসরো সফল হয়, তা বিশ্বের কাছে একটি নজির সৃষ্টি করবে।