ভারতের তরুণ রাজনীতিকদের মধ্যে অন্যতম সচিন পাইলট।
১৯৭৭ সালের ৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সাহরাণপুরে জন্ম সচিনের। বর্তমানে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদে রয়েছেন তিনি।কংগ্রেস নেতা রাজেশ পাইলটের সন্তান সচিন নাকি রাজনীতিতে আসতে চাননি।
তবে বাবার মৃত্যু ঘুরিয়ে দিয়েছিল জীবনের ছক।
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সচিন।
রাজস্থান বিধানসভায় কংগ্রেসের জয়ে তাঁর বড় অবদান ছিল।
তবে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভাল নয়।
রাজনীতির বাইরে সচিনের প্রেমকাহিনি বলিউড ফিল্মকে হার মানাতে পারে।
সবার অমতে গিয়ে বিয়ে করেছিলেন ফারুক আবদুল্লাহর কন্যা সারা আবদুল্লাহাকে।