BY- Aajtak Bangla

নাম ছাড়াই হোয়াটসঅ্যাপে গ্রুপ বানান, কীভাবে?

28 AUGUST, 2023

হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে এই ফিচারটি দেখা যাচ্ছে

এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ বানানোর জন্য গ্রুপের নাম দিতে হত

কিন্তু এখন তা করার দরকার হবে না। শুধু আপনার চাই হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

সাধারণত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ১০২৪জন সদস্যদের সামিল করতে পারি। কিন্তু এই বিনা নামের গ্রুপে আমরা ৬জন কেই সামিল করতে পারি

বিনা নামের গ্রুপ বানাতে গেলে প্রথমে হোয়াটসঅ্যাপের ,"নিউ চ্যাট" এ গিয়ে, "নিউ গ্রুপ" অপশনে যেতে হবে

যাদের গ্রুপে রাখবেন তাদের সিলেক্ট করে, "নেক্সট" এ ক্লিক করুন 

আপনার স্ক্রীনে, "Provide a group name" লেখাটা আসবে। "Meta" লেখা অপশনটায় ক্লিক করুন

কোন নাম না দিয়ে "Create" অপশনটায় ক্লিক করুন

আপনার নামহীন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে যাবে