6 January, 2024

BY- Aajtak Bangla

সাপ কি সত্যিই শীতঘুম দেয়? সত্যিটা জানলে অবাক হবেন

অনেকেই বলেন, সাপ শীতে গর্তেই থাকে। শীতঘুম দেয়। তাই শীতে সাপের সেভাবে ভয় নেই। 

কিন্তু এই প্রচলিত ধারণা মোটেও সত্যি নয়। সাপ ইক্টোথার্মিক। তার শরীরের তাপমাত্রা হ্রাস পায় না।

তবে অত্যন্ত শীতের সময়ে সাপ 'ব্রুমেশন'-এ যায়। বিভিন্ন সরীসৃপরা এভাবে শীতকালে বেঁচে থাকে। 

ব্রুমেশনের সময়, সাপ বেশি চলাফেরা করে না। তাদের বিপাকীয় হার হ্রাস পায়। গর্ত বা অন্যান্য সুরক্ষিত স্থানে আশ্রয় খোঁজে।

তবে তার মানে এই নয় যে শীতে ২-৩ মাস সাপ গর্তেই কাটিয়ে দেবে। এই 'ব্রুমেশনে'র সময়েও সাপ সতর্ক থাকে। কোনও শিকারী ধরতে এলে পাল্টা আত্মরক্ষাও করতে পারে।

শুধু তাই নয়, কোনওদিন গরম বাড়লে গর্ত থেকে বেরিয়ে এসে সাপ রোদও পোহাতে পারে। 

তবে এক্ষেত্রে উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের বহু স্থানেই সেভাবে চরম শীত পড়ে না। তাই সাপের এই 'ব্রুমেশন'ও সেভাবে দীর্ঘস্থায়ী হয় না।

ফলে শীতকাল মানেই সাপখোপের ভয় নেই, এমনটা কিন্তু নয়।

তাই ঝোপ-জঙ্গল, জলা জায়গা ইত্যাদি স্থানে শীতকালেও সতর্কতা প্রয়োজন। বাড়িতে ইঁটের পাঁজা, ঘন আগাছা-জঙ্গল, গর্তের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।