18 December, 2023
BY- Aajtak Bangla
চুলকানি ব্যাপারটা যতই আমরা শরীরের খুব মামুলি সমস্যা বলে এড়িয়ে যাই, এই চুলকানির কিন্তু অনেক রহস্য রয়েছে।
চুলকানি নিয়ে সম্প্রতি কয়েকটি বিস্ময়কর তথ্য সামনে এসেছে। চুলকানি নিয়ে কয়েকটি তথ্য সত্যিই অবাক হওয়ার মতো।
গবেষণা বলছে, আমরা দিনে কম বেশি ১০০ বার চুলকাই। গড়ে ৯৭ বার।
মানুষের একটি ধারণা আছে, চুলকানির সিগনাল মস্তিষ্কে পৌঁছয়।
১৯৯৭ সালে এক গবেষণায় দেখা যায়, চুলকানির স্নায়ুর ফাইবার পৃথক।
কারও স্পর্শের সিগনালের গতি ঘণ্টায় ২০০ মাইল। দ্রুত ব্যথা (যেমন হঠাত্ গরম হাঁড়ি ছুঁয়ে ফেলা) ৮০ মাইল বেগে চলে।
কিন্তু চুলকানির সিগনালের গতি ঘণ্টায় দুই মাইল। হাঁটার চেয়েও মন্থর।
চুলকানোর সময় আপনার রক্তের শিরা প্রসারিত হয়। ফলে নিঃসরিত হয় শ্বেত কনিকা যা বিষের বিরুদ্ধে লড়াই শুরু করে।