8 MARCH, 2025

BY- Aajtak Bangla

২০২৫-এর প্রথম সূর্যগ্রহণও মার্চেই, কবে ও কখন?

দোলযাত্রার দিন অর্থাত্‍ ১৪ মার্চ ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ Chandra Grahan 2025)। কিন্তু মার্চ মাসে একটা গ্রহণ নয়, দুটি গ্রহণ হতে চলেছে।

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণও (Surya Grahan 2025) মার্চ মাসেই হবে।

২০২৫ সালে যে দুটি সূর্যগ্রহণ (Solar Eclipse 2025) হবে, তার মধ্যে প্রথম গ্রহণটি হবে মার্চ মাসেই।

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২৯ মার্চ। এই গ্রহণটি আংশিক সূর্যগ্রহণ হবে। বিশ্বের কিছু অংশেই এই গ্রহণ দেখা যাবে।

কোথায় কোথায় গ্রহণ দেখা যাবে? ২৯ মার্চ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অ্যাটলান্টিক মহাসাগর ও সুমেরু মহাসাগর,

উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায়। সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকার আকাশে।

বছরের প্রথম চন্দ্রগ্রহণের মতো বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না।

ভারতীয় সময় অনুযায়ী, ২৯ মার্চ রাত ২টো ২০ মিনিট ৪৩ সেকেন্ডে এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। গ্রহণ ছাড়বে ভোর ৪টে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডে।

অর্থাত্‍ সূর্যগ্রহণ যখন হবে, ভারতে তখন মধ্যরাত। সূতরাং দেখা যাবে না। উত্তর আমেরিকায় তখন দিন, তাই সেখানে দেখা যাবে।

২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ হবে । দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭-৮ সেপ্টেম্বর ৷

প্রথম সূর্যগ্রহণ হবে ২৯ মার্চ ৷ শেষ সূর্যগ্রহণটি হবে ২১ সেপ্টেম্বর । কেবলমাত্র দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ভারতে দেখা যাবে ৷

চারটি গ্রহণের মধ্যে মাত্র একটিই ভারতবাসী আংশিক দেখতে পাবে ৷