মোদীর 'মেব্যাক', বাইডেনের 'দ্য বিস্ট'

বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা যে গাড়িগুলিতে চড়েন

BY- Aajtak Bangla

G20 সামিট মেগা ইভেন্ট শুরু হয়ে গেল ভারতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ তাবড় রাষ্ট্রনেতারা থাকছেন।

জো বাইডেনের অফিসিয়াল গাড়ি দ্য বিস্ট সম্পর্কে ইতিমধ্যেই আমরা জানিয়েছি। এবার দেখবো, বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারা কোন কোন গাড়ি ব্যবহার করেন।

বাইডেনের 'দ্য বিস্ট' বিশ্বের সবচেয়ে সুরক্ষিত লিমোজিন গাড়ি। গাড়িটি আসলে GM Cadillac। ১৮ ফুট লম্বা এই গাড়ি শক্তিশালী বোমার বিস্ফোরণেও সুরক্ষিত থাকবে। সওয়ারির গায়ে আঁচটুকু লাগবে না।

দ্য বিস্ট

মার্কিন প্রেসিডেন্টের গাড়ির অফিসিয়াল নম্বর '46'। যার মানে হল, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি। 

নম্বর প্লেট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন G20 সম্মেলনে থাকছেন না। পুতিনের অফিসিয়াল গাড়ি হল Aurus Senat। ১৭ ফুট লম্বা এই গাড়ি তৈরি করে গাড়ি প্রস্তুতকারী সংস্থা NAMI।

রাশিয়া

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং  G20 সম্মেলনে থাকছেন না। জিনপিংয়ের অফিসিয়াল গাড়ির নাম Hongqi N501। চিনা ভাষায় এর মানে হল, লাল ঝান্ডা। কমিউনিস্ট পার্টির পতাকা। 

চিন

জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল গাড়ি Toyota Century। এটিও বিশ্বের অন্যতম সুরক্ষিত গাড়ি। ২০২০ সালের আগে জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল গাড়ি ছিল Lexux LS।

জাপান

ইতালির প্রধামনন্ত্রী জর্জিয়া মেলোনি G20 সামিটে যোগ দিতে দিল্লি এসে গিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রীর অফিসিয়াল গাড়ি Maserati। 

ইতালি

ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী ঋষি সুনকের গাড়ির কালেকশন একটু লম্বা। কিন্তু তাঁর অফিসিয়াল গাড়ি হল Range Rover Sentinel। 

ব্রিটেন

Bentley  ব্রিটিশ রাজ পরিবারের অফিসিয়াল গাড়ি। ২০০২ সালে Bentley-র তরফ থেকে বিশেষ লিমোজিন গাড়ি ব্রিটেনের মহারানি দ্বিতীয় এলিজাবেথকে উপহার দেওয়া হয়েছিল।  

ব্রিটেন

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন মার্সিডিজ-মেব্যাক এস৬০০ লিমোজিন গাড়ি ব্যবহার করেন। ২১ ফুট লম্বা ওই লিমোজিন ১৫ কিলোগ্রাম শক্তিশালী বিস্ফোরকেও অক্ষত থাকবে।

উত্তর কোরিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল গাড়িও Mercedes-Maybach S-650। এই গাড়ির দাম প্রায় ১২.৫ কোটি টাকা।  

ভারত