15 JULY, 2023

BY- Aajtak Bangla

GK Question: কোন দেশে সিঙাড়া খাওয়া নিষিদ্ধ, বলতে পারবেন?

সারা বিশ্বে সাধারণ বিষয় হল সাধারণ জ্ঞান। এটি সর্বত্র একই থাকে। আপনি যেখানেই যান না কেন, ইতিহাস সবসময় একই থাকে।

আজ আমরা আপনাকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন জানাতে যাচ্ছি যার উত্তর আজ বা এক বছর পরে দেওয়া হোক না কেন একই থাকবে।

এ কারণে পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন করা হয়। তাই আমরা আপনাদের বলছি এই ধরনের প্রশ্ন ও তার উত্তর।

কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়।

ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে? রাজস্থানে রাবণের মন্দির আছে।

কোন প্রাণীর রক্ত সবুজ? গিরগিটির রক্ত সবুজ।

কালো আপেল কোন দেশে পাওয়া যায়? কালো আপেল চিনে পাওয়া যায়।

কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয়? অশ্বত্থ গাছ সর্বোচ্চ অক্সিজেন দেয়।

কোন দেশে সিঙাড়া নিষিদ্ধ? আফ্রিকার দেশ সোমালিয়ায় সিঙাড়া খাওয়া ও বানানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারা বিশ্বাস করে যে সিঙাড়ার আকৃতি ত্রিভুজাকার এবং এটি খ্রিস্টান সম্প্রদায়ের একটি পবিত্র প্রতীকের মতো। এ কারণেই এদেশে সিঙাড়া নিষিদ্ধ করা হয়েছে।