08 JUNE, 2023
BY- Aajtak Bangla
সংসদেই শিশুকে স্তন্যপান করালেন সাংসদ, ভাইরাল ছবি
ইতালির এক মহিলা সাংসদ বুধবার সংসদে শিশুকে স্তন্যপান করান।
তাঁর এই সিদ্ধান্তকে হাততালি দিয়ে প্রশংসা করেন বাকি সাংসদরা।
৩৬ বছরের ওই মহিলা সাংসদের নাম Gilda Sportiello। তিনি ফাইভ স্টার মুভমেন্ট পার্টির সদস্য।
চেম্বার অফ ডেপুটি (লোয়ার হাউজে) নিজের ২ মাসের সন্তানকে স্তন্যপান করান তিনি।
গত বছর ইতালিতে মহিলা সাংসদের ১ বছর পর্যন্ত সন্তানকে সংসদে আনা স্তন্যপান করানোর অনুমতি দেওয়া হয়।
Gilda Sportiello বলেন অনেকে শিশুদের সময়ের আগেই স্তন্যপান করানো বন্ধ করে দেন, তবে তাঁরা তা মন থেকে করেন না।
সাংসদ বলেন, কর্মস্থলে স্তন্যপান
করানো সহজ নয়। তবে এখন
পরিবর্তন আসছে।
প্রসঙ্গত, ইতালির দুই তৃতীয়াংশ সাংসদ পুরুষ। ২০২২ সালে প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী হন Giorgia Meloni।
Related Stories
কালীপুজোর মুখে ঘূর্ণিঝড় 'দানা'! নামটি দিল কারা-মানে কী?
বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো বিপজ্জনক, শিশুরোগ বিশেষজ্ঞের টিপস VIRAL
বাংলার নদী-পুকুর ভরে যাচ্ছে এই রাক্ষুসে মাছে! চিন্তায় বিজ্ঞানীরা
নীল তিমি ঠিক কতটা বড় হয়? কল্পনাও করতে পারবেন না