7 November 2023

BY- Aajtak Bangla

ধরা পড়ল ৫০ কোটির সোনার কমোডের চোর

সোনার টয়লেট সিট চুরির ঘটনায় ধরা পড়ল চার ব্রিটিশ নাগরিক। ২০১৯ সালে এই চুরির ঘটনা ঘটে। 

১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি টয়লেট সিট চুরি হয়। টয়লেটটি একটি আর্ট ইনস্টলেশনের অংশ ছিল। ব্রিটেনের ব্লেনহাইম প্যালেস থেকে সেটি চুরি হয়ে যায়। 

আর্ট ইনস্টলেশন বা ভাস্কর্যটির নাম ছিল 'আমেরিকা'। এর দাম ছিল ৪.৮ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫০ কোটি টাকা)।

এটি তৈরি করেছিলেন ইতালির শিল্পী মাউরিজিও ক্যাটেলান। রেনহেম প্রাসাদ একটি ঐতিহাসিক স্থান। 

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান হিসেবে এটি বিখ্যাত। 

চার অভিযুক্তকে ২৮ নভেম্বর অক্সফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা।

এর আগে ২০১৬ সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে এই সোনার টয়লেটের প্রদর্শনী হয়েছিল। 

শুধু তাই নয়। এটি ব্যবহার করারও অপশন ছিল। 

টয়লেটের নিরাপত্তা কর্মীরা বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় এটি ব্যবহার করতে পারতেন আমজনতা।  

উপর থেকে কসৌরি মেথি ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।