24 October, 2023
BY- Aajtak Bangla
আবহাওয়া দফতর বলছে, দিঘা থেকে সামান্য দূরেই বর্তমানে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'হামুন'।
তার জেরে দশমীর বিকেল, সন্ধ্যায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
২৪ ও ২৫ অক্টোবর ঝড়ো হাওয়া, বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দুই-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ অক্টোবর থেকে উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ সহ ঝড়ো হাওয়া বইতে পারে।
ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য নিষেধ সুপারিশ করেছে আবহাওয়া দফতর। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
প্রতিবারই ঘূর্ণিঝড় আসার আগে তার অভিনব নাম জানা যায়। ইতিমধ্যেই দশমীতে হামুনের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোষ্ট ছড়িয়েছে।
ঘূর্ণিঝড়ের নাম 'হামুন' দিয়েছে ইরান৷
ফার্সি ভাষায় মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়কে বলা হয় হামুন৷ সেই নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ।
আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা থেকে মাত্র ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে হামুন৷ ওড়িশার থেকে ২১০ কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে।