8 January 2024

BY- Aajtak Bangla

বাতাস দেখা যায় না, তাহলে ধোঁয়া কেন দেখা যায়?

আমরা বাতাস দেখতে বা অনুভব করতে পারি না। তবে ঠাণ্ডা বা গরম বাতাস হলে আমরা তা শরীরে অনুভব করতে পারি।

কেউ বাতাস দেখতে পায় না। কিন্তু ধোঁয়া দেখা যায়। এর পিছনে কারণ কী?

আসুন জেনে নেওয়া যাক এর পিছনে বিজ্ঞান।

বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন এবং ২০.৯৫% অক্সিজেন থাকে। এই গ্যাসগুলি স্বচ্ছ। আলোতেও এগুলি দৃশ্যমান নয়।

ধোঁয়া কঠিন, তরল এবং গ্যাস কণার মিশ্রণে তৈরি। এর বেশিরভাগটাই কার্বন, আলকাতরা, তেল ও ছাই দিয়ে গঠিত। এই কণাগুলি স্বচ্ছ নয়। ফলে ধোঁয়া দেখা যায়। 

বাতাস দেখা না গেলেও অনুভব করা যায় কীভাবে? এক জায়গায় বাতাস আটকে থাকলে তা আমরা অনুভব করি না। বাতাস বইলে তবেই আমরা সেটা অনুভব করি। 

পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হলে বাতাসও গরম হয়ে যায়। গরম বাতাস ঠাণ্ডা বাতাসের চেয়ে হালকা। তাই এটি উপরে উঠে ছড়িয়ে পড়ে। 

বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠলে তার স্থান পূরণ করতে ঠাণ্ডা বাতাস ছুটে আসে। 

এটি ঘটার কারণেই বাতাস বয়ে যায়। সেটাই আমরা অনুভব করি।