18 AUG, 2023
BY- Aajtak Bangla
পাহাড়ে ভয়ানক ধস। ভূমিধস,বন্যা সব মিলিয়ে যেন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকৃতি।
হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড বর্ষার শুরু থেকে ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত ২৪ জুন থেকে হিমাচলে ২১৪ জনের মৃত্যু হয়েছে।
এখনও ৩৮ জন নিখোঁজ। রাজ্যে বৃষ্টির ফলে ১০,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে উত্তরাখণ্ডে বর্ষা আসার পর থেকে এখনও পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৯ জন। রাজ্যের ৬৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
গত রবিবার থেকেই হিমাচলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর জেরে সিমলা, সোলান সহ বহু জেলায় ভূমিধস হয়েছে। সিমলায়, সামার হিল, ফাগলি এবং কৃষ্ণনগর ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্যে বৃষ্টি ও ভূমিধসের কারণে তিন দিনে ৭১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৩ জন।
বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে রাজ্যের পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, পরিকাঠামো পুনর্নির্মাণই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্ষায় ভারী বৃষ্টির কারণে রাজ্যের প্রায় ১০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সেনা, বিমান বাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছে। পুলিশ এবং হোম গার্ডের কর্মীরাও উদ্ধারকার্যে নেমেছেন।