BY- Aajtak Bangla

মাত্র ৯৯ টাকায় ১০ গ্রাম সোনা, কত সালে জানেন?

31 JULY, 2023

বিগত এক দশকে সোনার দামে ক্রমাগত বৃদ্ধি দেখা যাচ্ছে। নতুন বছরে সোনার দাম আবারও তার রেকর্ড মূল্যের কাছাকাছি পৌঁছেছে।

বাজার বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনে সোনার দর ৬২,০০০ টাকা পর্যন্ত যেতে পারে। রুপোর দামও কেজিতে ৮০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে।

কিন্তু জানেন কি, স্বাধীনতার পরবর্তী ৫-১০ বছর সময় সোনার দাম কেমন ছিল? সম্প্রতি ভাইরাল হয়েছে ১৯৫৯ সালের একটি সোনার গয়নার বিল।

৬৩ বছরের পুরনো ওই বিল থেকে সে সময়কার সোনার দাম সম্পর্কে ধরণা পাওয়া যাচ্ছে। এই বিলে সোনার দাম দেখলেই এর দাম যে কত গুণ বেড়ে গিয়েছে, তা বোঝা যায়।

স্বাধীনতার পরবর্তী ৬০-৭০ বছরে দেশে সোনার দাম কতটা বেড়েছে, তা জানতে মানুষের কৌতুহলের অন্ত নেই! ৭২ বছর আগে সোনার দাম ছিল মাত্র ৯৯ টাকা!

স্বাধীনতার পরবর্তী সময় ১৯৫০ সালে সোনার দর ছিল ৯৯ টাকা প্রতি ১০ গ্রাম। এর ঠিক ৯ বছর পরের বিলে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১১৩ টাকা।

১৯৭০ সালে, সোনার হার বেড়ে ১৮৪.৫০ টাকা প্রতি ১০ গ্রাম ছিল। ১৯৫০ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত দেখলে সোনার দাম এই ৭২ বছরে প্রায় ৫৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১৯৫৯ সালের ওই সোনার বিলে ৬২১ টাকা এবং ২৫১ টাকার সোনার জিনিসের উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রয়েছে ১২ টাকার রুপো আর ৯ টাকার অন্যান্য সামগ্রী।

মোট বিল ৯০৯ টাকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিলের অবস্থাও খুব শোচনীয়। এই বিলে করের কথাও বলা হয়েছে। তবে এটি সম্পূর্ণ হাতে লেখা কাঁচা বিল।