অডি গাড়ির লোগোতে ৪টি রিং কেন? অবাক করা তথ্য

14 Sep 2023

Aajtak.in

BY- Aajtak Bangla

অডিতে থাকা চারটি ইন্টারলকিং রিংয়ের ছবি লাগানো লোগোর ইতিহাস সম্পর্কে জেনে নিন।

অডিতে চারটি ইন্টারলকিং রিং এর লোগো দেওয়া আছে কেন?

১৯ শতকে অগাস্ট হর্কের আবিষ্কৃত জার্মানি লাক্সারি গাড়ি কোম্পানি অডির ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

অগাস্ট হর্ক পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ১৮৯৯ সালে তিনি অগাস্ট হর্ক অ্যান্ড কোম্পানি নামে নিজস্ব ব্যবসা শুরু করেছিলেন।

তিনি দুটি সিলিন্ডার যুক্ত গাড়ির ইঞ্জিন তৈরি  করেছিল, পরে চারটি সিলিন্ডার যুক্ত গাড়ির ইঞ্জিন তৈরি করেছিল।

ওই কোম্পানির পরিচালকদের সঙ্গে মত বিরোধ হওয়ায় তিনি কোম্পানি ছেড়ে দেন ও ওই বছরেই তিনি নতুন গাড়ি তৈরির কোম্পানি শুরু করেন। 

 পরে হর্ক নামটির পরিবর্তে তিনি তাঁর পরিবারের নাম রাখেন,যা লাতিন ভাষায় অডি বলা হয়। 

১৯৩২ সালে চারটি কোম্পানি অডি, ডি কে ডাবলু, হর্ক, ওয়ান্ডারার একসঙ্গে অটো ইউনিয়ন নামে একটি গাড়ির কোম্পানি শুরু করে।  

পরবর্তিকালে এই কোম্পানির নাম বদলে অডি এজি রাখা হয়, তবে কোম্পানির সেই সময় নতুন লোগোর প্রয়োজন হয়। 

পরে কোম্পানির লোগো হিসেবে চারটি ইন্টারলকিং রিংয়ের ছবি লাগানো হয়, যা ওই চারটি কোম্পানিকে প্রতিনিধিত্ব করে।