BY- Aajtak Bangla
2 September, 2024
নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী।
এদের জিভের ওজনই প্রায় একটি হাতির ওজনের সমান।
নীল তিমির হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান।
নীল তিমি সাধারণত ক্রিল নামক ছোট প্রাণী খেয়ে থাকে।
এরা একবারে ৩ থেকে ১৫ মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে।
নীল তিমি মাছ নয়, এরা স্তন্যপায়ী প্রাণী।
নীল তিমির আয়ু প্রায় ৮০ থেকে ১০০ বছর।
নীল তিমি জলের নিচে শব্দের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে।
আকারে বিশাল হলেও এরা খুবই শান্ত। ইচ্ছাকৃতভাবে মানুষ বা বোট-জাহাজে ধাক্কা দেয় না।