7 May 2025
BY- Aajtak Bangla
চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক।
অপারেশন সিঁদুরে দিশেহারা পাকিস্তান জম্মু থেকে শুরু করে জয়সলমির পর্যন্ত হামলার চেষ্টা করছে।
তবে ভারতের অ্যাটাকের সামনে টিকতে পারছে না পড়শি দেশ। জোরকদমে চলছে প্রত্যাঘাত।
জানেন কত পরমাণু হাতিয়ার রয়েছে পাকিস্তানের কাছে?
SIPRI ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের কাছে রয়েছে ১৭২টি পরমাণু হাতিয়ার।
পাকিস্তানের থেকে ভারতের কাছে ১০টি পরমাণু অস্ত্র বেশি রয়েছে। অর্থাৎ ভারতের পরমাণু হাতিয়ারের সংখ্যা ১৮০।
বিশ্বের মোট ন’টি দেশের কাছে এই পরমাণু অস্ত্র রয়েছে।
ভারত ও পাকিস্তান ছাড়া বাকি দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, উত্তর কোরিয়া এবং ইজরায়েল।
পরমাণু বোমা তৈরির জন্য ভারতের কাছে প্রায় ৬৮০ কিলোগ্রাম প্লুটোনিয়াম রয়েছে
এর সাহায্যে ১৩০ থেকে ২১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।