21 August, 2023
All pictures by Pragya Bajpai
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু যখন ঢেলে বৃষ্টি আনে, তখন হিমালয়ের কোলে খানিক বসন্ত আসে।
তখনই নন্দনকানন হয়ে ওঠে উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স (Valley of Flowers)।
উত্তরাখণ্ডের এই ফুলের উপত্যকা নন্দাদেবী ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
যাঁরা ট্রেকিং ভালবাসেন, ফুলের উপত্যকার মাঝখানের পথ ধরে হাঁটার অভিজ্ঞতা নিতে পাড়ি দিতে পারেন উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে।
১ জুন ২০২৩ থেকে খুলে দেওয়া হয় এই ফুলের উপত্যকার দ্বার। এখানেই আপনি দেখতে পাবেন, ব্রহ্মকমল। যা দেখা সৌভাগ্যের।
আপনি যদি এই উপত্যকায় ট্রেক করার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই ৩১ শে অক্টোবরের মধ্যে সারতে হবে।
কারণ তারপরেই আবার শীতেই ফুলের উপত্যকা ঢাকা পড়ে যাবে বরফের সাদা চাদরে।
কীভাবে যাবেন যাবেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে? প্রথমে যেতে হবে ঋষিকেশ। সেখান থেকে গোবিন্দঘাট। গোবিন্দঘাট থেকে ঘাংরিয়া।
তৃতীয় দিনে ঘাঙ্ঘারিয়া থেকে সোজা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সে দিনই ফিরে আসুন ঘাঙ্ঘারিয়াতে।
চতুর্থ দিনে ঘাঙ্ঘারিয়া থেকে হেমকুণ্ড। ফিরে আসুন ঘাঙ্ঘারিয়ায়।
পঞ্চম দিনে ঘাঙ্ঘারিয়া থেকে গোবিন্দঘাট। বদ্রীনাথ ও মানা গ্রাম। ওই দিনে গোবিন্দঘাট থেকে ফিরে আসুন ঋষিকেশ।
ষষ্ঠ দিনে পৌঁছে যান দিল্লি।