15 January, 2024
BY- Aajtak Bangla
ভারতের সেরা সরকারি চাকরি বলা হয় IAS-কে। বিশ্বের অন্যতম কঠিন প্রবেশিকা, UPSC পাশ করলে তবে এই চেয়ারে বসার সুযোগ মেলে।
শুরুতেই IAS-রা জেলার বড় আধিকারিকের মতো পদ পান। লোভনীয় বেতন ছাড়াও সরকার থেকে প্রচুর সুযোগ-সুবিধা পান।
একজন IAS-এর বেতন শুরু হয় ৫৬,১০০ টাকা থেকে। সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হয়।
মূল বেতন এবং গ্রেড পে ছাড়াও DA, HRA, চিকিৎসা ভাতা এবং কনভেনশন ভাতা পান।
পদোন্নতির সঙ্গে সঙ্গে তাঁদের বেতনও ক্রমেই বাড়তে থাকে।
IAS অফিসারদের বিভিন্ন পদের ভিত্তিতে গাড়ি, বাংলো, বাবুর্চি, মালী, নিরাপত্তা বাহিনী এবং অন্য গৃহকর্মী প্রদান করা হয়।
সাধারণত IAS আধিকারিকদের বড় সিডান বা SUV গাড়ি দেওয়া হয়।
উচ্চপদস্থ এই আধিকারিকরা বিনামূল্যে বা অনেক ভর্তুকিতে বিদ্যুৎ এবং টেলিফোন সংযোগ পান।
তাছাড়া পুলিশের কাছ থেকে নিরাপত্তাও পান তাঁরা।