BY- Aajtak Bangla

আফ্রিকার এই দেশে বাংলা সরকারি ভাষা, স্কুলেও পড়ানো হয়, জানতেন?

February 21, 2024

বিশ্বে বাংলা ভাষায় কথা বলেন প্রায় ২৭ কোটি মানুষ। গর্বের বিষয় হল, প্রতিদিন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরও মন ভাল করা তথ্য রইল আপনাদের জন্য। 

আপনি হয়তো জানেন, কিন্তু অনেকেই জানেন না, আফ্রিকার একটি ছোট্ট দেশের অফিসিয়াল ভাষা বাংলা।

২০০২ সালে পশ্চিম আফ্রিকার ওই ক্ষুদ্র দেশটিতে বাংলাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেয় সে দেশের সরকার।

পশ্চিম আফ্রিকার ওই দেশটিতে বহু মানুষ বাংলা লিখতে, বলতে ও পড়তে পারেন। দেশটির নাম সিয়েরা লিওন। 

১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত সিয়েরা লিওনে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছিল। মানুষ মানুষকে মারছে। মহিলাদের ধর্ষণ, খুন। শিশুদের হাতেও উঠেছিল একে ৪৭। 

সিয়েরা লিওনে শান্তি ফেরাতে রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করে। সেই বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যায় ছিলেন বাংলাদেশের আর্মি।

বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী অবদানে মুগ্ধ হয় সিয়েরা লিওনের শাসকদল ও সাধারণ মানুষ। স্থানীয় মানুষরা বাংলা শিখতে শুরু করে সেনার কাছে।

২০০২ সালে সিয়েরা লিওনে শান্তি স্থাপনের পরেই সিয়েরা লিওন সরকার বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীকে সম্মান জানাতে বাংলাকে অফিসিয়াল ভাষার স্বীকৃতি দেয়।  

সিয়েরা লিওনের স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি দফতর, বাংলা পড়ানো ও বাংলায় কাজকর্ম করার অনুমতি রয়েছে।