16 December, 2023
BY- Aajtak Bangla
ভারতীয় পর্যটকদের ভিসা লাগবে না। নয়া সিদ্ধান্ত নিল ইসলামি দেশ।
সাধারণত বিদেশে যেতে ভিসা লাগে। তবে এই দেশে যেতে কোনও ভিসা লাগবে না ভারতীয় পর্যটকদের।
সম্প্রতি এমনই অভিনব উদ্যোগের ঘোষণা করেছে ইরান।
এক আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, ভিসা-মুক্ত দেশের একটি তালিকা প্রকাশ করেছে ইরান।
কিন্তু ইরান হঠাৎ বিদেশিদের জন্য এভাবে ভিসা-মুক্ত ভ্রমণ ঘোষণা করল কেন? এর পিছনে কারণ কী?
আসলে পর্যটনে জোয়ার আনতেই এই ঘোষণা করেছে ইরান।
সেদেশে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সৌন্দর্য্যের অভাব নেই। সেটাই বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায় ইরান।
তার পাশাপাশি পশ্চিমী দেশগুলির ইরানের বিরুদ্ধে তৈরি করা 'ইরানোফোবিয়া'র মোকাবিলা করাও এই ঘোষণার অন্যতম উদ্দেশ্য।
ফলে চাইলে শীঘ্রই ভিসা ছাড়াই আপনিও বেড়িয়ে আসতে পারেন ইরান।