23 AUG, 2023
BY- Aajtak Bangla
কোনও একটি নির্দিষ্ট খাবারে ওজন কমে না। তবে অনেক স্বাস্থ্যকর খাবারই রয়েছে, যা নিয়মিত খেলে ওজন ধীরে ধীর হ্রাস পাবে।
পরিকল্পনামাফিক, বুধবার সন্ধ্যা ৬.০৪ নাগাদ চাঁদের মাটি ছুঁল ভারত।
প্রথমে রাফ ব্রেকিংয়ের মাধ্যমে চন্দ্রযানের গতি কমানো হয়। প্রায় ৭-৮ মিনিট ধরে গতি কমানো হয়।
অবতরণের ১৩ মিনিট আগে প্রায় ২৪ কিলোমিটার উচ্চতায় নেমে আসে চন্দ্রযান-৩। সেই সময়ে ইসরোর নিয়ন্ত্রণ কক্ষে তুঙ্গে উৎকন্ঠা। স্ক্রিনে চোখ বিজ্ঞানীদের।
সন্ধ্যা ৫.৫৮ নাগাদ ল্যান্ডার ১ কিলোমিটারের কাছে এসে যায়। শুরু হয় ভার্টিকাল ডিসেন্ট ফেজ। ইসরোর বিজ্ঞানীদের চোখে মুখে উত্তেজনা।
আর তারপরেই শেষ কয়েক মিনিট। একেবারে যেন পিন ড্রপ সাইলেন্স।
একেবারে ধীরে ধীরে নেমে আসে চন্দ্রযান-৩। সন্ধ্যা ৬.০৪ নাগাদ চাঁদের মাটি স্পর্শ করে ভারত।
এরপরেই করতালিতে ফেটে পড়ে ইসরোর নিয়ন্ত্রণ কক্ষ। করমর্দন, আলিঙ্গনের মাধ্যমে অভিনন্দন জানাতে থাকেন ইসরোর বিজ্ঞানীরা।
মাসের পর মাসের অক্লান্ত পরিশ্রম। রাত জাগা টেনশন। সেই সবই যেন সফল হল আজ।