14 November 2023
BY- Aajtak Bangla
লন্ডনে এক নিলামে $৩,০৬,০০০ (২.৫ কোটি টাকায়) বিক্রি হল মাইকেল জ্যাকসনের আইকনিক কালো-সাদা চামড়ার একটি জ্যাকেট।
প্রায় ৪০ বছর আগে ১৯৮৪ সালে, পেপসির একটি বিজ্ঞাপনে এটি পরেছিলেন তিনি।
নিলামকারী সংস্থা প্রপস্টোর এই জ্যাকেটটি নিলামে তোলে। এই একই নিলাম সংস্থারই কাছে অ্যামি ওয়াইনহাউসের হেয়ারপিস, জর্জ মাইকেলের জ্যাকেট, ডেভিড বোউই এবং এলভিস প্রেসলির মতো অন্যান্য কিংবদন্তি সংগীতশিল্পীর ২০০টিরও বেশি স্মারক রয়েছে।
উল্লেখ্য, পেপসির এই বিজ্ঞাপনের শ্যুটের সময়েই মাইকেলের চুলে আগুন ধরে যায় এবং তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। দুর্ঘটনার সময়ে যদিও তাঁর পরনে এই জ্যাকেটটি ছিল না। তবে এই বিজ্ঞাপনে তাঁকে এই জ্যাকেটটি পরতে দেখা গিয়েছে।
মাইকেল পরে জানিয়েছিলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর যন্ত্রণা কমাতে তাঁকে কড়া পেইনকিলার দেওয়া হয়েছিল।
আর পরে সেই কড়া পেইনকিলারেই তাঁর আসক্তি তৈরি হয়ে যায়।
জীবনের শেষ পর্যন্ত সেই আসক্তির সঙ্গে লড়াই করেছিলেন মাইকেল।
'দিস ইজ ইট' কনসার্ট সিরিজের প্রস্তুতির সময়, ২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।
জানা যায়, তীব্র প্রোপোফোল এবং বেনজোডিয়াজেপাইন ওভারডোজে তাঁর মৃত্যু হয়।