17 August, 2024

BY- Aajtak Bangla

'মা-বোনের উপর কুনজর,' KBC-তে বাংলার যুবকের কথায় আবেগপ্রবণ অমিতাভ বচ্চন

কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর শেষ পর্বে হট সিটে বসার সুযোগ পান পশ্চিমবঙ্গের জয়ন্ত দুলে। তিনি আগাই গ্রামের বাসিন্দা।

জয়ন্ত তাঁর জীবনের অনেক কাহিনী বিগ বি-র সামনে শেয়ার করেছেন। তিনি শিক্ষক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

তাঁর বাবার একটি মুদির দোকান আছে। মাসে ৪-৫ হাজার টাকা আয় হয়।

জয়ন্ত জানান, তাঁর গ্রামে ও বাড়িতে কোনও টয়লেট নেই। যার কারণে নারী-পুরুষ সবাই একই পুকুরে স্নান করতে যায়। শুনে অবাক বিগ বি।

জয়ন্ত বলে, আমাদের বাড়িতে টয়লেট নেই। আমরা সবাই পুকুরে স্নান করতে যাই। অনেক সময় মানুষ আমার মা-বোনের দিকেও খারাপ নজরে তাকায়। মানুষের টাকা থাকলেও টয়লেটের গুরুত্ব নেই। 

কেবিসি খেলতে আসা প্রতিযোগীর কথায় বিগ বি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জয়ন্ত-র কাছে জানতে চান, একটি শৌচাগার বানাতে কত টাকা খরচ হতে পারে?

জয়ন্ত জানান, ৪০-৫০ হাজার টাকা লাগে। 

তখন অমিতাভ বচ্চন বলেন, 'এখান থেকে যত টাকাই আয় করুন না কেন, আমরা উদ্যোগ নিয়ে আপনার বাড়িতে একটি টয়লেট তৈরি করে দেব।'

জয়ন্ত বলেন, তিনি কেবিসি থেকে যে টাকা জিতেছেন, তা দিয়ে গ্রামের বাচ্চাদের পড়াতে চান। তাঁর আবেগ, ভাবনাকে স্যালুট জানান বিগ বি।