5 November 2023

BY- Aajtak Bangla

কলকাতার কাছেই মিনি ডুয়ার্স, ছুটির সকালে ঘুরে আসুন

কলকাতার কাছেই মিনি ডুয়ার্স। ট্রেনের টিকিটের ঝুট-ঝামেলা নেই। 

গাড়ি-বাইকে করেই ঘুরে আসা যায় মিনি ডুয়ার্স থেকে। ট্রেনেও দেড়-দুই ঘণ্টা। উইকএন্ড-এর ছুটিতে এভাবে দুধের স্বাদ ঘোলেই মেটাতে পারেন।

কোথায় এই মিনি ডুয়ার্স? হাওড়া জেলার ঝালুয়ারবেড়। কলকাতা থেকে একেবারে কাছেই এই সবুজে ঘেরা জায়গা।

এটিই মিনি ডুয়ার্স নামে পরিচিত। এই জায়গা এমনই যে, ছবি দেখালে যে কেউ ভাববে এটা ডুয়ার্সেরই জঙ্গল। 

না, হয় তো পাহাড়, হাতি নেই। কিন্তু হাওড়ার এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্য্যের নিরিখে কোনও অংশে কম নয়।

নিজের গাড়ি, বাইকে গেলে তো কথাই নেই। দেড়-দুই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়।

ট্রেনে করেও যেতে পারেন। এর জন্য প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে। সেখান থেকে হাওড়া-আমতা লোকাল ধরতে হবে।

নামবেন ঝালুয়ারবেড় স্টেশনে। স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই সতেজ বাতাস অনুভব করতে পারবেন।

চারদিক একেবারে সবুজে ঘেরা। পাখিদের কলতান। জঙ্গল, ভেজা মাটির গন্ধ সঙ্গে সঙ্গে মন ভাল করে দেবে। 

চাইলে একদিন ভোর-ভোর বেরিয়ে পড়তেই পারেন। ঝালুয়াবেড় পৌঁছে গ্রামের কোনও মিষ্টির দোকানে কচুরি-তরকারি সহযোগে প্রাতঃরাশ সেরে ফেলুন। তারপর চলে যান রামকৃষ্ণ বাটি। শিবকালী মন্দিরে যান।