20 AUG, 2023
BY- Aajtak Bangla
আরও বেশি বেতন। নাকি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা। কোনটি চাইছেন ভারতীয়রা?
Indeed-এর এক সাম্প্রতিক সমীক্ষায় তারই উত্তর মিলেছে।
সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, বর্তমানে বাজারে চড়া বেতনের চেয়ে ওয়ার্ক ফ্রম হোমের অপশনেরই চাহিদা বেশি।
সমীক্ষা অনুযায়ী ৭০ শতাংশেরও বেশি ব্যক্তিই বলছেন কর্মক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধাই তাঁদের অগ্রাধিকার।
এর মধ্যে রয়েছে হাইব্রিড ও সম্পূর্ণ বাড়ি থেকে কাজ করার সুবিধারই জনপ্রিয়তা বেশি।
৬৩ শতাংশ চাকুরিজীবীই অবশ্য হাইব্রিড সুবিধা চান। এতে সপ্তাহে ২-৩ দিন অফিস যেতে হয়। বাকিটা ওয়ার্ক ফ্রম হোম।
বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের সময় থেকে ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাস হয়ে গিয়েছে কর্মীদের।
কর্মীরা বুঝেছেন, বাড়ি থেকেও সমস্ত কাজ করা যায়।
তাছাড়া বাড়ি থেকে কাজ করলে যাতায়াত ও আনুষাঙ্গিক খরচও বেঁচে যায়। পরিবারকে সময়ও বেশি দেওয়া হয়।