12 November 2023

BY- Aajtak Bangla

রাতে ট্রেনে যাতায়াত করেন? এই বিষয়গুলি মাথায় রাখুন

ভারতীয় রেলের যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু নিয়ম রয়েছে। অনেক সময় যাত্রীরা এই নিয়মগুলি সম্পর্কে জানেন না। আর সেই কারণে তাঁদের ট্রেনে যাতায়াতের সময় সমস্যায় পড়তে হয়।

রাতে ট্রেনে যাত্রা করলেও কিছু নিয়ম মেনে চলতে হয়। 

কোনও যাত্রী তাঁর সিট, বগি বা কোচে মোবাইলে জোরে জোরে কথা বলতে পারবেন না। ইয়োরফোন ছাড়া কোনও যাত্রী গান শুনতে পারবেন না। 

রাত ১০টার পর কোনও যাত্রী লাইট জ্বালাতে পারবেন না। 

ট্রেনে ধূমপান, মদ্যপান এবং ট্রেনের বগিতে কোনও দাহ্য বস্তু বহন করা যাবে না। 

TTE রাত ১০টার পর এমনিতে টিকিট চেক করতে পারেন না। তবে যাত্রা রাতেই শুরু হলে সেক্ষেত্রে তিনি আসতে পারেন। 

ট্রেনে রাত ১০টার পর অনলাইন খাবার পরিবেশন করা হবে না। 

অনেক জোনের ট্রেনে রাত ১১টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

ফলে রাত ১১টার আগেই প্লাগ পয়েন্ট থেকে ফোন-ল্যাপটপ চার্জ দিতে পারবেন।