BY- Aajtak Bangla
13 SEPTEMBER, 2023
আপাতত রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। প্রায় ৪ বছর পর তিনি বিদেশ সফরে গিয়েছেন। এ নিয়ে বিশ্বের নানা কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা।
অন্যান্য রাষ্ট্রনেতারা আনুষ্ঠানিক ঘোষণা করার পর বিদেশ সফরে গেলেও কিম জং সবকিছু গোপন রাখতে বিশ্বাস করেন।
কিম নাকি নিজের সঙ্গে একটি পোর্টেবল টয়লেট বহন করেন যাতে তাদের মলমূত্র শত্রুদের হাতে না পড়ে। কারণ, কিমের আশঙ্কা এর থেকেই তাঁর ডিএনএ নমুনা কপি বা চুরি না করতে পারে।
২০১৮ সালের ঘটনা, যখন কিম জং-এর একটি কাজ নজর কেড়েছিল গোটা বিশ্বের সংবাদমাধ্যমের। পরমাণু অস্ত্র নিয়ে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে সিঙ্গাপুরে পৌঁছান তিনি।
চুক্তির সময় কোথাও একটি সই করার প্রয়োজন ছিল। ট্রাম্প তার দিকে একটি কলম বাড়ালেই কিমের রক্ষীরা সেটি তাদের হাতে নেয় এবং সাদা গ্লাভস পরে সেটিকে পরিষ্কার করতে দেখা যায়।
এদিকে, এরই মধ্যে কিমের বোন কিম জো জং অন্য একটি কলম বের করে তার ভাইকে দিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও তখন ভাইরাল হয়ে যায়।
কলম নিয়ে সই করার মতো এত সাধারণ বিষয়ে কেন এত কড়া নিরাপত্তা? কিম জং নাকি কোনও অবস্থাতেই তার আঙুলের ছাপ অন্য কোনও দেশের হাতে তুলে দিতে চান না।
কিম জং উনের সম্পর্কে দাবি করা হয়েছিল যে, তার সঙ্গে ভ্রমণকারী গাড়িগুলির কনভয়ে অনেকগুলি টয়লেট রয়েছে কিমের ব্যবহারের জন্য।
কেন গাড়ির কনভয়ে পোর্টেবল টয়লেট নিয়ে ঘোরেন কিম? মার্সিডিজ বেঞ্জে তৈরি এই টয়লেটটি কিমের নিজস্ব নিরাপত্তারক্ষীরা পরিচালনা করেন। এমনকি পরিষ্কার করার দায়িত্বও রয়েছে তাদের ওপর।
কিম জং ধূমপান পছন্দ করেন বলে জানা যায়। কিন্তু এখানেও একটা বড় চমক রয়েছে। সাধারণ মানুষের মতো কিমের খাওয়া অবশিষ্ট সিগারেটের অংশগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় না।
বরং, সেগুলিকে সংগ্রহ করে আলাদাভাবে নিশ্চিহ্ন করা হয়। বেশ কয়েকটি অনুষ্ঠানে কিমের বোন কিম ইয়ো জংকে তার সিগারেটের টুকরোগুলি সাবধানে সরিয়ে রাখতে দেখা গেছে।