10 May 2025
BY- Aajtak Bangla
ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'-এর পর থেকেই চর্চায় কর্নেল সোফিয়া কুরেশি।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রেস ব্রিফিং করছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।
উিইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের স্পেশালিস্ট পাইলট।
এর মাঝেই ভাইরাল হয়েছে সোফিয়া কুরেশির বোন শায়নার ছবি।
সোফিয়া কুরেশির বোন শায়না অলরাউন্ডার। একাধারে তিনি মডেল, ফ্যাশন ডিজাইনার, ইকনমিস্ট এবং পরিবেশবিদ।
গুজরাতে ১০ লক্ষ গাছ লাগানোর ক্যাম্পেন চালিয়েছিলেন শায়না কুরেশি।
মিস গুজরাত, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭ এবং মিস ইউনাইটেড নেশনস ২০১৮ জিতেছিলেন শায়না কুরেশি।
ইনস্টাগ্রামে শায়না কুরেশির ২৮ হাজার ফলোয়ার রয়েছে।
কর্নেল সোফিয়া এবং শায়না যমজ বোন।