22 JUNE, 2023
BY- Aajtak Bangla
হোয়াইট হাউজে মোদীর এলাহি ডিনার
মার্কিন সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর জন্য হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।
হোয়াইট হাউসে মোদী পৌঁছতেই বিশেষ সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
প্রধানমন্ত্রী মোদী নিরামিষভোজী। সেই কথা ভেবেই তাঁর জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নৈশভোজের দায়িত্বে রয়েছেন জিল বাইডেন।
তিনিই প্রধান শেফ নিনা কার্টিসকে নিরামিষ খাবার তৈরির দায়িত্ব দিয়েছেন।
খাবারের প্রথমেই রয়েছে ম্যারিনেটেড মিলেট, গ্রিন কর্ন কার্নাল স্যালাড, তরমুজ, ট্যাঙ্গি অ্যাভোকাডো সস।
রয়েছে স্টাফড পোর্তোবেলো মাশরুম, ক্রিমি স্যাফরন ইনফিউজড রিসোটো।
শেষপাতে রয়েছে মিলেট কেক, সঙ্গে গ্রীষ্মকালীন স্কোয়াশ।
ডের্জাটের জন্য থাকবে গোলাপ ও এলাক দেওয়া স্ট্রবেরি শর্টকেক।
শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী নন, আরও ৪০০ জন অতিথির আমন্ত্রণ রয়েছে। তাঁদের জন্য রয়েছে মাছের পদ।
Related Stories
মহাকাশে কীভাবে টয়লেট করতেন শুভাংশু? জানলে চমকে যাবেন
দিল্লিতে নয়, কলকাতাতে ছিল সুপ্রিম কোর্ট, জানেন কোথায়?
অবাক কাণ্ড! পৃথিবীর এই দেশে এখনও চলছে ২০১৭ সাল
দ্রুত চুল গজায়, পায় না খিদে, মান সরোবর যাত্রার রহস্য জানেন?