BY: Aajtak Bangla 

দুই রাজ্যজুড়ে ছড়িয়ে এই রেল স্টেশন

02 MAY 2023

আজ এমন একটি রেলস্টেশন সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি দুটি রাজ্য মিলিয়ে তৈরি। আসুন জেনে নেওয়া যাক কোথায় নির্মিত হয়েছে এই অনন্য রেলস্টেশন।

এই অনন্য রেলস্টেশনের নাম নবাপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনের অর্ধেকটি গুজরাতের তাপি জেলায় এবং বাকি অংশ মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় নির্মিত।

এই স্টেশনটি ভারতীয় রেলের পশ্চিম রেলওয়ে জোনের অধীনে। এই স্টেশনের সব কিছুই দুটি রাজ্যের মধ্যে বিভক্ত। 

নবাপুর রেলওয়ে স্টেশনের মাঝখানে একটি রেখা টানা হয়েছে, যার একপাশে মহারাষ্ট্র এবং অন্যদিকে গুজরাত।

এই স্টেশনে একটি বেঞ্চ রয়েছে, যার অর্ধেক গুজরাতে এবং অর্ধেক মহারাষ্ট্রে পড়ে৷ রং দিয়ে বেঞ্চের দুই পাশে মহারাষ্ট্র ও গুজরাত লেখা রয়েছে।

এই অনন্য রেলস্টেশনের মোট দৈর্ঘ্য ৮০০ মিটার। এর মধ্যে প্রায় ৫০০ মিটার গুজরাতে এবং বাকি ৩০০ মিটার মহারাষ্ট্রে আসে।

নবাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার মহারাষ্ট্রে (সীমান্তে) আর স্টেশন মাস্টার বসেন গুজরাতে। এখানে হিন্দি, ইংরেজি, মরাঠি এবং গুজরাতি ভাষায় যাত্রীদের জন্য ঘোষণা করা হয়।

১৯৬১ সালের ১ মে মুম্বাই প্রদেশকে মহারাষ্ট্র ও গুজরাত এই দুটি রাজ্যে ভাগ করা হয়। এই বিভাজনের ফলেই নবাপুর রেলওয়ে স্টেশনটি দুই রাজ্যজুড়ে রয়েছে।

এই স্টেশনের সব কিছুই দুটি রাজ্যের মধ্যে বিভক্ত। এই অনন্য রেলস্টেশনের মোট দৈর্ঘ্য ৮০০ মিটার। এই স্টেশনে ৪টি ভাষায় ঘোষণা করা হয়, যাতে যাত্রীদের কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়। কোথায় এই স্টেশন? জেনে নিন...