08 JUNE, 2023

BY- Aajtak Bangla

কমলা রঙে ঢাকল আকাশ, ধোঁয়ায় ঢাকল সব, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই শহরে

আমেরিকার নিউইয়র্ক শহর দূষণে ভুগছে। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে আকাশ কমলা দেখায়। চারিদিকে কুয়াশার চাদর।

নিউইয়র্কবাসী বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে। স্থানীয় প্রশাসন জনগণকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

ক্রমবর্ধমান দূষণের কারণে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। গত দিনে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় শীর্ষে উঠেছিল নিউইয়র্ক।

এই দূষণের কারণ কানাডার কুইবেকের শতাধিক বনাঞ্চলে ভয়াবহ আগুন। এ কারণে ক্ষতিকর ধোঁয়া বের হচ্ছে, যার কারণে বাতাসের মান ক্রমাগত খারাপ হচ্ছে।

এ কারণে অবিলম্বে বিদ্যালয়গুলো বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। একই সময়ে, হ্যাশট্যাগ #NewYorkAir টুইটারে ট্রেন্ডিং শুরু করে।

এই সপ্তাহের শুরুতে, ইউএস ইস্ট কোস্ট এবং মিডওয়েস্টে বাতাসের গুণমান খুবই খারাপ এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। নিউইয়র্কসহ অনেক শহর বায়ু দূষণের কবলে পড়েছে।

ব্যবহারকারীরা ছবি ও ভিডিও শেয়ার করে নিজ নিজ এলাকার অবস্থা দেখাতে শুরু করেন। কোথাও কুয়াশার চাদরে মোড়ানো দালান দেখা গেছে আবার কোথাও মানুষকে মুখোশ পরা দেখা গেছে।

ধোঁয়াশায় জর্জ ওয়াশিংটন সেতু পুরোপুরি দেখা যায়নি। দৃশ্যমানতা হ্রাসের প্রভাব ফ্লাইটেও দৃশ্যমান ছিল।