15 March, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সমাজসেবা ও দেশের ব্যবসাক্ষেত্রের ফার্স্ট লেডি হিসাবে তাঁকে সকলে চেনেন।
মুকেশ আম্বানিকে বিয়ে করার আগে নীতা আম্বানি কী কাজ করতেন জানেন?
বিয়ের আগে নীতা আম্বানি একজন শিক্ষিকা ছিলেন। স্কুলের শিশুদের পড়াতেন। বরাবরই এই বিষয়ে প্যাশন তাঁর।
নীতা আম্বানি নরসি মঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক।
নীতা আম্বানি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একসময়ে স্কুলে পড়ানোর জন্য মাসে ৮০০ টাকা বেতন পেতেন।
বিয়ের পরও বহু বছর ধরে শিশুদের পড়াতেন নীতা আম্বানি। তিনি দেশে বহু স্কুলও খোলেন।
নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে দেশে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছেন।
জামনগর, সুরাট, ভাদোদরা, দাহেজ, লোধিভালি, নাগোথানে, নাগপুর এবং নভি মুম্বইতে রিলায়েন্স ফাউন্ডেশনের ১৪টি স্কুল আছে।
ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নীতা আম্বানি এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই বিদ্যালয়ে এক হাজার শিশু পড়াশুনা করেন।