29 JUNE 2025

BY- Aajtak Bangla

দিল্লিতে নয়, কলকাতাতে ছিল সুপ্রিম কোর্ট, জানেন কোথায়?

সকলেরই জানা, সুপ্রিম কোর্টের ঠিকানা দিল্লি। কিন্তু জানেন কি ভারতের শীর্ষ আদালত ছিল এই কলকাতাতেই? কোন রাস্তায় তা ছিল জানেন?

কলকাতার ডালহৌসি স্কোয়্যারের কাছে রাস্তার নাম ছিল ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। এই নামেই লুকিয়ে রয়েছে কাহিনি।

ডালহৌসি স্কোয়্যারের সামনে থেকে সোজা হেঁটে গেলে একটা সাদা রঙের চার্চ পড়ে। নাম সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। 

সেন্ট অ্যান্ড্রুজ চার্চের জায়গাতেই আগে ছিল সুপ্রিম কোর্ট বিল্ডিং। একটি বাড়িতে স্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট। পরে সেই বিল্ডিং ভেঙে তৈরি হয় চার্চ।

১৭২৮ সালে কলকাতায় ওই থামওয়ালা বাড়িতে বসত মেয়র্স কোর্ট। সেই কোর্টের ক্ষমতা ছিল শুধু কলকাতা প্রেসিডেন্সির মধ্যেই।

১৭৭৩ সালে ইংল্যান্ডের পার্লামেন্টে একটি রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। যেখানে বলা হয়, কলকাতায় একটি সুপ্রিম কোর্ট তৈরি করতে হবে।

কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় ১৭৭৪-এ। 

ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট ১৮৬১ অনুযায়ী, কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় ১৮৬২ সালে।

১৭৮০ থেকে ১৯৮৪ সালের মধ্যে এসপ্ল্যানেড রো-তে তৈরি হয় সুপ্রিম কোর্টের নতুন বাড়ি। এখন যেখানে কলকাতা হাইকোর্ট ভবন, তারই পশ্চিম অংশে ছিল সেই বাড়ি।