13 JULY, 2023

BY- Aajtak Bangla

ওটা কী পরেছেন? পাকিস্তানি মেয়ের বিয়ের পোশাকে বিতর্ক

ভারতের মতো পাকিস্তানেও বিয়ে বেশ ধুমধাম করেই হয়। কিছুদিন আগেই পাকিস্তানি কনে তাঁর বিয়েতে রিশেপশনে যে পোশাক পড়েছিলেন তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। 

পাকিস্তানের এই নববধূ আসলে একজন ভিজ্যুয়াল আর্টিস্ট ও ফ্যাশন ডিজাইনার। সেই কারণেই নিজের বিয়েতে এমন লুকে দেখা যায় তাঁকে।

পাকিস্তানের এই ডিজাইনারের নাম মিশা জাপানওয়ালা। করাচির বাসিন্দা মিশা রিসেপশনে সোনার শাড়ির সঙ্গে ব্রেস্টপ্লেট পরেন। তিনি নিজেও এই ধরনের ব্রেস্টপ্লেট ডিজাইন করে বিক্রিও করেন।

কিছুদিন এগে উরফি জাভেদও একই ধরনের ব্রেস্টপ্লেট পরেছিলেন। এই কারণে তাঁকে ট্রোলডও হতে হয়েছিল।

মিশা বিয়ের রিসেপশনের জন্য তাঁর সই করা সোনার রেজিন ব্রেস্টপ্লেট ও সোনার শাড়ি পরেছিলেন।

মিশা করাচিতে ফ্যাশন ডিজাইনিং করেন। তিনি রিজওয়ান বেগের ডিজাইন করা ব্রেস্টপ্লেট ও সোনার শাড়ি পরে আলোড়ন ফেলে দেন।

মারোরি শাড়িতে সুতোর কাজ করা হয়। আঁচলের পাশে সুতোর সেই কাজে মিশার নাম দেখা গিয়েছে। 

বিয়ের দিন, মিশা অফ হোয়াইট নেটের শাড়ি পরেছিলেন। বেনারসি স্লিভলেস ব্লাউসের সঙ্গে দারুণ মানিয়েছিল এই ডিজাইনারকে।

মিশা তাঁর প্রয়াত শাশুড়ির ব্রেসলেট, আংটির পাশাপাশি তাঁর মায়ের সোনা ও মুক্তোর কানের দুল ও অ্যান্টিক গয়না পরেছিলেন।

গায়ে হলুদের অনুষ্ঠানে নিজের ডিজাইন করা ব্যাকলেস কুর্তি পরেছিলেন মিশা। সোনার প্যান্ট, সলিড বর্ডার সহ কমলা ওড়না পরেছিলেন।