7 September, 2024

BY- Aajtak Bangla

বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো বিপজ্জনক, শিশুরোগ বিশেষজ্ঞের টিপস VIRAL

Dr Imran Patel Tips: শিশুদের নিয়ে মা-বাবাদের চিন্তার শেষ নেই। আর বিভিন্ন সিজনে নানা রকম অসুস্থতা তো লেগেই আছে। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশু বড় হওয়ার পর তার মধ্যে আয়রনের ঘাটতি কিংবা অ্যানিমিয়া আক্রান্ত হয়ে পড়ছে। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

এর প্রধান কারণ হতে পারে গরুর দুধ বা ছাগলের দুধ। এমনটাই জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ (pediatrician Dr Imran Patel)  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ইমরান প্যাটেল    ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

কিন্তু অনেকেই শিশুকে ছোট থেকে শিশুকে গরুর দুধ খাওয়াচ্ছেন। ভুল করছেন। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

ডাক্তার ইমরান প্যাটেলের কথায়, 'শিশুর জন্মের পর ১ বছর বয়স পর্যন্ত গরুর দুধ বা ছাগলের দুধ খাওয়ানোই উচিত নয়।' ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

Dr Imran Patel বলছেন, 'গরুর দুধে যে আয়রন থাকে, তা শিশু-শরীর ঠিক মতো পায় না। ফলে আয়রনের ঘাটতি দেখা দেয়। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

বড় হলে অ্যানিমিয়া হয়ে যেতে পারে। এছাড়া গরুর দুধে সোডিয়াম ও পটাশিয়ামও বেশি থাকে।' ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

তাই ডাক্তার ইমরান প্যাটেল বলছেন, শিশুর জন্মের পর ১ বছর মায়ের দুধই সেরা খাবার। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

তাতে কোনও রকম রোগের ঝুঁকি থাকে না। শিশুর পুষ্টিও ঠিক থাকে। মস্তিষ্কেরও দ্রুত বিকাশ হয়। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম