26 JANUARY, 2025

BY- Aajtak Bangla

এবারও VIRAL মোদীর পাগড়ি! প্রজাতন্ত্র দিবসে চোখ ধাঁধানো পোশাক! 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির কর্তব্যপথে প্যারেডে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। আর এবারের প্রজাতন্ত্র দিবসেও নজর কাড়ল প্রধানমন্ত্রী মোদীর পাগড়ি।

তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে তাঁর পাগড়ি ও পোশাক থাকে খবরের শিরোনামে।

এবারও অনবদ্য পাগড়িতে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে।

এবারে মোদীর পাগড়িতে দেখা গেল একাধিক রং।

ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতীক ফুটে উঠেছে মোদীর পাগড়িতে।

হলুদ ও লালের মিশেলে ওই পাগড়ি একেবারে চোখ ধাঁধানো।

৭৬তম প্রজাতন্ত্র দিবসে এবারে ভারতে বিশেষ অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি।