22 June, 2023

BY- Aajtak Bangla

বাইডেনকে ১০ বিশেষ উপহার মোদীর

তিনদিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশেষ ১০টি জিনিস বাইডেনকে উপহার দেন মোদী। তাতে রয়েছে বাংলার দু'টি উপহার।

পঞ্জাবে তৈরি ঘি। মহারাষ্ট্রে তৈরি গুড়। উত্তরাখণ্ড থেকে চাল, যা ধান্যদানের জন্য দেওয়া হয়।

রাজস্থানে হস্তনির্মিত, ২৪ ক্যারাট খাঁটি- হলমার্কযুক্ত সোনার মুদ্রা, যা স্বর্ণ দানের জন্য দেওয়া। গুজরাতে প্রস্তুত করা লবণ।

তামিলনাড়ুর তিল। কর্ণাটকের মহীশূর থেকে প্রাপ্ত চন্দনের সুগন্ধি টুকরো।

একটি বাক্সে ৯৯.৫% খাঁটি এবং হলমার্কযুক্ত রুপোর মুদ্রা। যা রাজস্থানের কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের দক্ষ কারিগরদের হাতে তৈরি রুপোর নারকেল যা গৌদানের জায়গায় দেওয়া হয়।

একটি বাক্সে গণেশের মূর্তি এবং প্রদীপ। গণেশের এই রুপোর মূর্তি এবং রুপোর প্রদীপ, যা কলকাতার পঞ্চম প্রজন্মের রুপোর কারিগরদের হাতে তৈরি।

উত্তরপ্রদেশে তৈরি তামা প্লেট, যা তাম্র-পত্র নামেও পরিচিত। প্রাচীনকালে, তাম্র-ফলক লেখার এবং রেকর্ড রাখার মাধ্যম হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হত।

ল্যাবে প্রস্তুত করা ৭.৫ ক্যারেটের একটি সবুজ হিরে দেন ফার্স্ট লেডিকে। এই হিরে পরিবেশ বান্ধব। 'দ্য টেন প্রিন্সিপাল উপনিষদস্'-ও প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়।