30 AUG, 2023

BY- Aajtak Bangla

চাঁদ থেকে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি পাঠাল প্রজ্ঞান রোভার

চাঁদের দক্ষিণ মেরু থেকে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি পাঠাল রোভার প্রজ্ঞান। টুইটে সেই ছবি শেয়ার করেছে ISRO। 

ইসরো জানিয়েছে বুধবার সকালে প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের এই ছবি তুলেছে। ছবিটি রোভারের অনবোর্ড নেভিগেশন ক্যামেরা (NavCam) থেকে তোলা।

চন্দ্রযান-৩ মিশনের জন্য ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) এই Navcam তৈরি করেছে। 

মোট দু'টি ন্যাভিক্যাম প্রজ্ঞান রোভারের একপাশে বসানো আছে। 

রোভারের মোট ওজন ২৬ কেজি। এটি তিন ফুট লম্বা, ২.৫ ফুট চওড়া এবং ২.৮ ফুট উঁচু। ছয় চাকায় চলে।

চন্দ্রপৃষ্ঠে ৫০০ মিটার অর্থাৎ, ১৬০০ ফুট পর্যন্ত যেতে পারবে এই রোভার। গতি প্রতি সেকেন্ডে ১ সেন্টিমিটার। 

এটি চন্দ্র পৃষ্ঠের উপর আগামী ১৩ দিন কাজ করতে থাকবে। এতে বসানো সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি দ্বারা এটি চালিত হবে। 

আগামী ১৩ দিন চাঁদে থাকা সূর্যের আলোকে কাজে লাগিয়ে এটি চলবে।

ততক্ষণ পর্যন্ত এটি তার ক্যামেরার সাহায্যে চন্দ্র পৃষ্ঠ এবং বিক্রম ল্যান্ডারের ছবি তুলতে থাকবে।