BY: Aajtak Bangla 

ফরেস্ট গার্ড নিয়োগের দৌড়ের মাঝে ঘুম যুবকের

29 MARCH, 2023

খরগোশ-কচ্ছপের দৌড়

ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্প আমরা প্রায় সকলেই পড়েছি-শুনেছি। এই গল্পে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়েছিল খরগোশের।

খরগোশ-কচ্ছপের গল্প যখন বাস্তবে

নীতি-গল্পের খরগোশ-কচ্ছপের দৌড়ের ওই পরিস্থিতি ওই ফলাফল বাস্তবেও ধরা পড়ল মধ্যপ্রদেশের ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে।

খাণ্ডোয়ায় ফরেস্ট গার্ড নিয়োগ

মঙ্গলবার মধ্যপ্রদেশের খান্ডোয়ায় ফরেস্ট গার্ড নিয়োগের শারীরিক সক্ষমতার পরীক্ষায় দৌড় প্রতিযোগিতা ছিল। এই দৌড়ে মোট ২৪ কিলোমিটার পথ ৪ ঘণ্টার মধ্যে শেষ করতে হতো প্রতিযোগীদের।

৩৮টি শূন্যপদে নিয়োগ

মধ্যপ্রদেশের খান্ডোয়ায় বনদফতরে মোট ৩৮টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তারই শারীরিক সক্ষমতার পরীক্ষায় দৌড় প্রতিযোগিতা ছিল মঙ্গলবার।

প্রতিযোগিতায় ৬১ জন প্রার্থী

এই শারীরিক সক্ষমতার পরীক্ষার দৌড় প্রতিযোগিতায় ৯ জন মহিলা এবং ৫২ জন পুরুষ একসঙ্গে দৌড় শুরু করেন। এই ৬১ জনের মধ্যে ছিলেন ডাবরার ২১ বছর বয়সী প্রার্থী পাহাড় সিংও।

এগিয়ে ছিলেন পাহাড় সিং

৩ ঘণ্টার মধ্যেই সকলকে পিছনে ফেলে ২১ কিলোমিটার পথ পেরিয়ে যান পাহাড় সিং। তাঁর ধারেকাছেও কেউ পৌঁছাতে পারেননি তখন। বাকি ৩ কিলোমিটার দূরত্ব ১ ঘণ্টায় পেরতে হতো তাঁকে!

ঘুমিয়ে পড়লেন পাহাড় সিং

হাতে অনেকটা সময় রয়েছে ভেবে একটু বিশ্রাম নিতে রাস্তার পাশের ডাম্পারের আড়ালে শুয়ে পড়েন পাহাড় সিং। ক্লান্ত শরীরে ঘুম এসে যায় মুহূর্তের মধ্যেই।

পাহাড় সিং নিখোঁজ!

দৌড় শেষ হওয়ার পর, বনকর্মীরা যখন প্রার্থীদের একে একে নাম ডাকতে শুরু করেন, তখন দেখা যায় পাহাড় সিং ‘নিখোঁজ’! বনকর্মীরা গাড়ি নিয়ে খুঁজতে বের হলে রাস্তার পাশে তাঁকে ঘুমিয়ে থাকতে দেখা যায়।

ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্প আমরা প্রায় সকলেই পড়েছি-শুনেছি। এই গল্পে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়েছিল খরগোশের। নীতি-গল্পের খরগোশ-কচ্ছপের দৌড়ের ওই পরিস্থিতি ওই ফলাফল বাস্তবেও ধরা পড়ল ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে।