8 May, 2023
বিপুল কর্মকাণ্ডের ব্যস্ততার মধ্যেও বেজায় রসিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিভিন্ন সাহিত্য, কবিতা, ছড়ায় যেমন সেই রসিকতা ফুটে উঠেছে, তেমনই ঘনিষ্ঠ মহলেও রয়েছে নানা মজার ঘটনা।
২৫ বৈশাখ জন্মজয়ন্তীতে হাস্য রসিক রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা হতেই পারে।
রবীন্দ্রনাথের রসিকতার ভাণ্ডারও বিপুল। বুদ্ধিদীপ্ত রসিকতায় রবি ঠাকুরের জুড়ি মেলা ভার।
একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে খেতে বসেছিলেন। গান্ধীজি লুচি খেতে এক্কেবারেই ভালোবাসতেন না।
গান্ধীজিকে ওটস খেতে দেওয়া হয়। এটা দেখে গান্ধীজি তাঁকে বলে বসলেন, 'গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছো।'
এর উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, 'বিষ হবে তবে এর অ্যাকশন খুব ধীরে, আমি বিগত ষাট বছর যাবৎ এই বিষ খাচ্ছি।'
শান্তিনিকেতনে একবার আসরের বাইরে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের জুতো চুরি হয়ে যায়।
পরের দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জুতো দুটো কাগজে মুড়ে সেটা বগলদাবা করে আসরে ঢুকলেন।
কবি সেটা বুঝতে পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলেন, 'শরৎ তোমার বগলে ওটা কী পাদুকাপুরাণ?'