BY- Aajtak Bangla
24 February, 2024
রাহুল গান্ধী আপাতত ভারত জোড়ো ন্যায় যাত্রা করে লাইমলাইটে রয়েছেন। গান্ধী পরিবারের সদস্য় হিসেবে তাঁর অবশ্য় ফোকাসের অভাব নেই।
রাহুলকে ছোটবেলায় ঠাকুমা- বাবার হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হয়েছে। এ জন্য় তিনি একজায়গায় থিতু হয়ে পড়াশোনা করতে পারেননি।
রাহুলকে একাধিকবার পড়াশুনো ছাড়তে হয়েছে। তাঁকে নামও বদলাতে হয়েছিল। রাহুল গান্ধীর পড়াশুনোর শুরু হয়েছিল দিল্লির মডার্ন স্কুলে। এরপর তিনি দেরাদুনে দুন স্কুলে গিয়ে ভর্তি হন। তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও এই স্কুলেই পড়েছেন।
আমেরিকায় হাভার্ডে ভর্তি হন। সেখানেও তিনি পড়াশুনো ছাড়েন। ১৯৮৯ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি রোলিং কলেজে পড়া শেষ করেন।
১৯৯৫ সালে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজ থেকে এমফিল করেন এবং পরিচয় লুকিয়ে সাধারণ ছাত্র হিসেবে পড়া শেষ করেন।
তিনি গ্র্যাজুয়েশনের পর ৩ বছর লন্ডনের মনিটর গ্রুপে চাকরি করেন পরিচয় লুকিয়ে সাধারণ একজন ভারতীয় হিসেবে।
এই কোম্পানি ম্যানেজমেন্ট গ্রুপ মাইকেল পোর্টার গ্রুপের পরামর্শদাতা হিসেবে কাজ করে।
রাহুল গান্ধী এই সময় রাহুল ভিঞ্চি নামে এই কোম্পানিতে কাজ করেন নিরাপত্তার কারণেই।